রাজধানীর কুড়িলে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্দেহভাজন ছিনতাইকারী নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের কাছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছেন।
Gunfight_New_Logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের কাছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছেন।

আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

ডিবির উপ-পুলিশ কমিশনার (গুলশান) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোলাগুলির এক পর্যায়ে ফ্লাইওভারের পাশে সম্প্রসারিত রাস্তার কাঁচা অংশে ডোবার ধারে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খিলক্ষেত থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে পাঠানো করা হয়।’

‘ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেলের কর্তব্যরত ডাক্তার আহত দুই জনকে মৃত ঘোষণা করেন,’ যোগ করেন তিনি।

মশিউর রহমান আরও বলেন, ‘এর আগে, সেই এলাকায় একটি সিএনজিকে থামালে দুই জন সিএনজি থেকে লাফিয়ে পাশের ডোবার দিকে যেতে যেতে পুলিশের দিকে গুলি ছোঁড়ে। এতে পুলিশের মাইক্রোবাসের বামপাশের কাঁচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। জীবন ও সরকারি মালামাল রক্ষা করতে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে।’

‘ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, কাদামাখা একটি চাপাতি, একটি চাকু, সিএনজির সিটের নিচ থেকে এক কৌটা মলম, একটি পেঁচানো গামছা, দুইটি মোবাইল ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করে’ বলেও জানান তিনি।

অভিযানকালে দৌড়াতে গিয়ে পড়ে ও গাড়ির সাথে ধাক্কা লেগে পুলিশের দুই সদস্য আহত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

‘সে সময় সিএনজির চালক শফিক ও তার সহযোগী সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় নিহত ব্যক্তিদের একজনের নাম নান্নু, অপর জনের নাম মোশাররফ। তারা সিএনজি ভাড়া নিয়ে যাত্রী পরিবহনের পাশাপাশি ছিনতাই করতো,’ বলেন পুলিশ কর্মকর্তা মশিউর রহমান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago