ভুল থেকে বেরুতে আফ্রিদিকে পরিসংখ্যানবিদের দ্বারস্থ হতে পরামর্শ

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া আবার তথ্য ও পরিসংখ্যান নিয়ে বসে আফ্রিদিকে দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া আবার তথ্য ও পরিসংখ্যান নিয়ে বসে আফ্রিদিকে দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।

করোনাভাইরাস থেকে সেরে উঠার পর এক ইউটিউব চ্যানেলে আফ্রিদি মন্তব্য করেন, খেলোয়াড়ি জীবনে তারা ভারতকে এতবার হারাতেন যে এক সময় নাকি ভারতীয় ক্রিকেটাররাই এসে মাফ চাইতেন।

নিজের ইউটিউব চ্যানেলে জবাব দিতে গিয়ে আকাশ বলেন, আফ্রিদির খেলা শুরুর আগের সময়টাতে পাকিস্তান বেশি শক্তিশালী ছিল,  ‘পাকিস্তান আগে খুবই ভাল দল ছিল। এখনো বেশ ভাল। তবে শারজায় খেলার সময় পাকিস্তানের দিকে পাল্লা ভারি ছিল বেশি। ভারতও জিতত, পাকিস্তান বেশি জিতত। তবে সেই সময়টা আফ্রিদির সময় নয়। তারও আগের।’

আরও পড়ুন- ভারতকে এতবার হারাতাম যে ম্যাচ শেষে মাফ চাইত: আফ্রিদি

‘তখন পাকিস্তানের দল ছিল দারুণ শক্তিশালী। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের মতো প্রতিভারা একসঙ্গে ছিলেন। তাদের সময় পাকিস্তানের পাল্লাই ভারি ছিল সন্দেহ নেই। কিন্তু আফ্রিদির খেলা শুরু থেকে তার অবসর পর্যন্ত পুরো দৃশ্যপট বদলে গেছে।’

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে আফ্রিদির। একাধিকবার অবসর নিয়ে ফিরে আসার পর খেলেছেন ২০১৮ পর্যন্ত। আকাশ সর্বশেষ দেখা পর্যন্ত হিসেব করে দেখিয়েছেন আফ্রিদির শুরু থেকে এই পর্যন্ত পাল্লাটা দুদলের সমানে সমান, বরং টি-টোয়েন্টি চালু হওয়ার পর তা ভারতের দিকেই হেলেছে বেশি ‘আফ্রিদির ক্যারিয়ারের সময়টায় পরিসংখ্যানে যদি তাকান, দেখবেন দুই দল ১৫টা টেস্ট খেলেছে। ৫টা করে জিতেছে। ওয়ানডেতে ভারতের চেয়ে মাত্র ২ ম্যাচ বেশি জিতেছে পাকিস্তান। ৮২ ম্যাচে ওরা ৪১ আর ভারত ৩৯টি জিতেছে। কিন্তু আমি মনে করি না যে মাত্র দুই ম্যাচ কম জেতায় ভারতের ক্রিকেটাররা গিয়ে পাকিস্তানের কাছে মাফ চেয়েছে।’

‘আর টি-টোয়েন্টি সংস্করণের কথা যদি বলেন, তাহলে ভারতের জয়ই তো একতরফা। পাকিস্তানের সঙ্গে ৮ ম্যাচ খেলে ৭ ম্যাচেই জিতেছে ভারত।’

আফ্রিদির বারবার অবসর নেওয়া ও ফিরে আসা নিয়েও কটাক্ষ করে আকাশ তাকে পরিসংখ্যানবিদের কাছে যেতে বলেছেন,  ‘বারবার অবসর নিয়ে আবার ফিরে আসাকে তো আফ্রিদি ট্রেন্ড বানিয়ে ফেলেছিল। আফ্রিদিকে বলব কোন কিছু জানতে হলে আমরা পরিসংখ্যানের দ্বারস্থ হতে পারি। নিজে না পারলে পরিসংখ্যান বিদের সাহায্য নিতে পার।’

খেলোয়াড়ি জীবনে সাদামাটা ক্রিকেটার ও পরে ধারাভাষ্যকার হিসেবে নাম কুড়ানো আকাশ বলেন, দুই দলের বর্তমানে পার্থক্যটা এখন অনেক, ‘ভারত যখন অস্ট্রেলিয়া সফর করে, অস্ট্রেলিয়াকে ওদের মাঠে হারায় আর পাকিস্তান হেরে আসে। দুই দলের এখন অনেক ব্যবধান।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

6h ago