কুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সানদিয়ারা গ্রামে আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের সংঘর্ষে বিল্লাহ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক।
আজ সোমবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল আলম সুমন ও একই এলাকার আওয়ামী লীগের নেতা মামুন শেখ এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত ছিলেন। সকালে সান্দিয়ারা বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এসময় বিল্লাহ শেখ প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। বিল্লাহ মামুন শেখের সমর্থক বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাত জন কুমারখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি আছেন। অন্যরা ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Comments