সাংবাদিক শরিফুলের অবস্থা আশঙ্কাজনক, আনা হচ্ছে ঢাকায়

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের হামলায় আহত সাংবাদিক শরিফুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। আজ সোমবার তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল।
তিনি বলেন, ‘গতকালই শরিফুলকে সার্জারি ওয়ার্ড থেকে অর্থপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।’
গত শনিবার দুপুরে দারেরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক শরিফুলকে রামদা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া।
গতকাল ভার্চুয়াল আদালত থেকে জামিন পান চেয়ারম্যান শাহজাহান মিয়া।
হাসপাতালে শরিফুলের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী এ ঘটনায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলমের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মুরাদনগর থানার ওসি আসামি গ্রেপ্তারে সহযোগিতা করেননি। তিনি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে কৌশলে সহযোগিতা করেছেন। শরিফুলের বক্তব্য শোনার পরও ওসি চেয়ারম্যানকে দায়সারা ভাবে আদালতে চালান করেন। যার ফলে সহজেই জামিন পেয়ে যান চেয়ারম্যান।’
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। আদালতে পাঠিয়েছে। জামিন দেওয়া না দেওয়ার বিষয় আদালতের বিবেচনাধীন।
Comments