কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গানগুলো

কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর। ছবিঃ শাহরিয়ার কবির হিমেল

এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গান গেয়েছেন চলচ্চিত্রে। এজন্যই তাকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’।

তিনি চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন ১৯৭৭ সালে। আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ ছবির ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে প্রথম কোনো চলচ্চিত্রের জন্য কণ্ঠ দেন তিনি। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে দর্শকরা প্রথম তার কণ্ঠ শোনেন এবং গানটি জনপ্রিয়তা পায়। এরপর চলচ্চিত্রে প্লেব্যাক করে একে একে মোট আটবার শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছেন এই গায়ক। গানগুলো হলো-

১। বড় ভালো লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রে ‘হায়রে মানুষ, রঙ্গীন ফানুস, দম ফুরাইলেই ঠুস’

২। সারেন্ডার (১৯৮৭) চলচ্চিত্রে ‘সবাইতো ভালোবাসা চায়’

৩। ক্ষতিপূরণ (১৯৮৯) চলচ্চিত্রে ‘আমি পথ চলি একা এই দুটি ছোট্ট হাতে’

৪। পদ্মা মেঘনা যমুনা (১৯৯১) চলচ্চিত্রে ‘দুঃখ বিনা হয় না সাধনা’

৫। কবুল (১৯৯৬) চলচ্চিত্রে ‘এসো একবার দুজনে আবার’

৬। আজ গায়ে হলুদ (২০০০) চলচ্চিত্রে ‘চোখ যে মনের কথা বলে’

৭। সাজঘর (২০০৭) চলচ্চিত্রে ‘সাজঘর’

৮। কি যাদু করিলা (২০০৮) ছবির ‘কি যাদু করিলা’

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago