হৃদরোগে রাবি অধ্যাপক রকিব-উজ-জামানের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান (৬৪)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ৩ জুলাই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং গতরাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন।’
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, অধ্যাপক জামান ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে যোগদান করেন। তিনি বিভাগীয় সভাপতি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারিগরি কারখানার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও, তিনি বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধানও করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান। তার বাড়ি রাবি সংলগ্ন মির্জাপুর এলাকায়। আজ বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
Comments