করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। মহামারির ঝুঁকিকে খাটো করে অবৈজ্ঞানিক সব মন্তব্য করে আলোচিত-সমালোচিত ছিলেন তিনি।
গত সোমবার চর্তুথবারের মতো করোনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হন তিনি। তার শরীরে উচ্চ তাপমাত্রার জ্বরসহ কয়েকটি উপসর্গ আছে।
বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বলসোনারো আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, তার গায়ে জ্বর আছে। তবে তিনি ‘বেশ সুস্থ’ আছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো একাধিকবার কোভিড-১৯ কে ‘সামান্য ফ্লু’ বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া, তার দাবি ছিল যে- তিনি কখনোই মারাত্মকভাবে এ ভাইরাসে আক্রান্ত হবেন না। ব্রাজিলে ব্যাপকভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরও তিনি অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করতে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করছিলেন।
গত রবিবার থেকেই শরীরে উপসর্গ দেখা যাওয়ার কথা জানান প্রেসিডেন্ট বলসোনারো। সেসময় জ্বর, কাশি ও শারীরিক অসুস্থতার কথা গণমাধ্যমে জানান তিনি।
বিবিসি জানায়, গত এপ্রিল মাসে করোনাভাইরাস সম্পর্কে তিনি বলেছিলেন, ‘এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এ ভাইরাসে আক্রান্ত হলেও তিনি তেমন অসুস্থ হবেন না। এটা সর্বোচ্চ হালকা ফ্লু কিংবা ঠাণ্ডা জ্বরের মতো।’
জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজারেরও বেশি। ইতোমধ্যে মারা গেছেন ৬৬ হাজার ৯৩ জন।
Comments