হাসপাতালে ভুয়া কোভিড-১৯ সনদ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

Regent Hospital
ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতালে ভুয়া কোভিড-১৯ সনদ ও করোনা পরীক্ষা ও চিকিৎসায় রোগীদের কাছ থেকে অর্থ আদায়ে অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

র‌্যাব-১ এর পরিদর্শক জুলহাস মিয়া গতকাল মঙ্গলবার রাতে উত্তরা (পশ্চিম) থানায় মামলা দায়ের করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

তিনি জানান, মামলার অন্যান্য আসামিরা হলেন: রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ, প্রকল্প কর্মকর্তা রাকিবুর ইসলাম, হিউম্যান রিসোর্স কর্মকর্তা অমিত বণিক, আইটি কর্মকর্তা মাহবুব, সৈকত ও পলাশ এবং স্বাস্থ্য টেকনোলজিস্ট আহসান হাবিব ও হাতিম আলী।

গতকাল সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া এবং কোভিড-১৯ রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অনিয়ম।

আরও পড়ুন:

ভুয়া কোভিড-১৯ সনদ: রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago