লালমনিরহাটে পাটগ্রাম থানার ওসি-এসআইসহ ৩ জনের করোনা শনাক্ত

লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপপরিচালক (এসআই) আশরাফুল আলমসহ তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসআই’র স্ত্রীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ চন্দ্র।
তিনি জানান, গত ৩০ জুন আক্রান্তদের নমুনা পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজে কোভিড-১৯ টেস্ট পিসিআর ল্যাবে।
ডা. অরূপ চন্দ্র আরও জানান, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়াও, তাদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Comments