১৪০০ টন স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলীতে ডুবে গেল লাইটার জাহাজ
আবুল খায়ের গ্রুপের আমদানি করা ১৪ শ টন পরিত্যক্ত লোহা (স্ক্র্যাপ) নিয়ে কর্ণফুলী নদীতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাধারণ সম্পাদক আতাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বর্ণী প্রিন্স-২ নামে লাইটার জাহাজে থাকা ১২ জনকেই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদার ভেসেল থেকে ১৪ শ টন স্ক্র্যাপ নিয়ে বর্ণী প্রিন্সে নোঙ্গর করে। আজ সকালে কর্ণফুলী ঘাটের কাছে পৌঁছে একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। নৌ বাহিনী ও কোস্ট গার্ড জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।’
Comments