আমি চাই মেসি বার্সেলোনাতেই থাকুক: গার্দিওলা

আগামী মৌসুম শেষে হালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে পারেন, এমন গুঞ্জন গত কয়েক দিন থেকেই চাউর ফুটবল মহলে। যদিও এ গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। তবে এ বিষয়ে মেসির নীরবতায় দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন অনেকেই।
ফাইল ছবি: এএফপি

আগামী মৌসুম শেষে হালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে পারেন, এমন গুঞ্জন গত কয়েক দিন থেকেই চাউর ফুটবল মহলে। যদিও এ গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। তবে এ বিষয়ে মেসির নীরবতায় দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন অনেকেই।

তবে শেষ পর্যন্ত যদি গুঞ্জনটা সত্যিই হয় তাহলে কোথায় যাবেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা? এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়।

স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে সবার আগে আসে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির নাম। মেসিকে পেতে বেশ কয়েকবারই তারা চেষ্টা চেষ্টা করেছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। তারচেয়েও বড় ব্যাপার দলটির বর্তমান কোচ পেপ গার্দিওলা, যার সঙ্গে মেসির হৃদ্যতার সম্পর্ক। দল ছাড়তে চাইলে প্রিয় গুরুর দলকে প্রাধান্য দিতেই পারেন মেসি। কিন্তু গুরুই যে ভাবছেন অন্যরকম!

মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে সম্প্রতি প্রশ্ন করা হয় গার্দিওলাকে। তাকে পাওয়ার চেষ্টা করবেন কি-না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এ স্প্যানিশ কোচ, 'মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমি ট্রান্সফার প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না। আমার ইচ্ছা মেসি বার্সেলোনাতেই থাকুক।'

গার্দিওলার এমন বক্তব্যে আশাহত হয়েছেন অনেক সিটি সমর্থক। তবে চলতি মৌসুমে বড় কোনো সাইনিংয়ের ব্যাপারে আগ্রহী নন বলে আগেই জানিয়েছেন এ কোচ। এছাড়া গুঞ্জন রয়েছে মেয়াদ শেষ হওয়ার আগে সিটি ছাড়তে পারেন গার্দিওলাও।

Comments

The Daily Star  | English

Onions sting

Prices of onion increased by Tk 100 or more per kg overnight as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

6h ago