কক্সবাজার, বিকেএসপিতে ক্রিকেট ফেরানোর ভাবনা

থমকে যাওয়া সময় পেরিয়ে কবে ফিরবে দেশের ক্রিকেট? কবে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। এমন সব প্রশ্ন বড় হতে থাকায় এবার ক্রিকেট ফেরানো নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজার ও বিকেএসপি আছে আলোচনায়।

থমকে যাওয়া সময় পেরিয়ে কবে ফিরবে দেশের ক্রিকেট? কবে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। এমন সব প্রশ্ন বড় হতে থাকায় এবার ক্রিকেট ফেরানো নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজার ও বিকেএসপি আছে আলোচনায়।

বোর্ড পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ( সিসিডিএম) প্রধান কাজী ইনাম আহমেদ এক বিবৃতি জানিয়েছেন এমনটাই।

সিসিডিএম প্রধান যেদিন বিবৃতি পাঠালেন, সেদিনই ইংল্যান্ডের সাউদাম্পটনে চার মাসের স্থবিরতা কাটিয়ে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দর্শকশূন্য মাঠ ও জৈব সুরক্ষিত পরিবেশে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট।

সাউদাম্পটনের মাঠ যে কারণে বেছে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেকারণে বিসিবি ভাবছে কক্সবাজার ও সাভারের বিকেএসপির কথা।

কক্সবাজারে মাঠ সংলগ্ন হোটেল আছে। বিকেএসপির সুরক্ষিত ক্যাম্পাসে আছে আবাসন সুবিধা। ইনাম আহমেদ তাই জানিয়েছেন ঘরোয়া ক্রিকেট ফেরাতে এই দুই ভেন্যু আছে তাদের ভাবনায়, ‘কোয়াব এবং জাতীয় দল ও প্রথম শ্রেণির অনেক ক্রিকেটারের সঙ্গে (অনলাইনে এক সভায়) গতকাল বসেছিলাম। আমরা ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমরা কোনো তারিখ নিশ্চিত করতে পারছি না।’

‘কক্সবাজার অথবা বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছি। সেখানে কড়া আইসোলেশন ব্যবস্থার মধ্যে সব খেলোয়াড় ও ক্লাব ম্যানেজমেন্টের থাকার সুবিধা নিশ্চিত করা সম্ভব।’

Comments