পগবার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী সুলশার

ছবি: এএফপি

গত মৌসুম থেকেই পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন ছিল চড়া। নিজেও ক্লাবটি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সরাসরি। কিন্তু দেন-দেরবার নিয়ে বনিবনা না হওয়ায় এখন ওল্ড ট্রাফোর্ডেই আছেন তিনি। তার উপর চলতি মৌসুমের বেশির ভাগ সময় ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে মাঠে কতোটা কার্যকরী এ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় তা ভালো করেই জানেন দলের প্রধান কোচ ওলে গানার সুলশার। তাই ক্লাবের সঙ্গে পগবার নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী এ কোচ।

ওল্ড ট্রাফোর্ডে নিজের শেষ বছর পা দিতে যাচ্ছেন পগবা। আগামী ২০২২ সালের গ্রীষ্মেই ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরবে তার। তবে তাকে হারাতে চান না সুলশার। ইনজুরি কাটিয়ে ফেরার পর মাঝ মাঠে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে তার জুটিটাও জমেছে বেশ। এছাড়া দলের আরও দুই তারকা স্কট ম্যাকটমিনি ও নামানজা মাতিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দলটি। পগবাকে ধরে রাখতে পারলে নিজেদের মধ্যে বন্ধনও বাড়বে অনেক।

ক্লাবের ভারসাম্য রক্ষার জন্যই পগবাকে ধরে রাখতে চান সুলশার, 'খেলোয়াড় এবং ক্লাবের মধ্যকার কি আলোচনা হয় সেটা নিয়ে আমি কথা বলতে পারি না তবে অবশ্যই আমরা সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চাই। আমরা ভবিষ্যতের জন্য একটা স্কোয়াড বানাতে চাই। স্কট ও নামানজাও একই পজিশনে ছিল তবে ক্যারিয়ারের ভিন্ন মঞ্চে। একজন ক্যারিয়ারের শুরুতে অন্যজন অভিজ্ঞ। আমাদের মাঝামাঝি খেলোয়াড়দেরও প্রয়োজন রয়েছে। (পগবার ব্যাপারে) আশা করছি কিছু করতে পারবো।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় স্থগিত থাকার পর ফের শুরু হওয়ার পর লিগে এখনও কোনো ম্যাচ হারেনি ইউনাইটেড। বেশ দাপট দেখিয়েই খেলে যাচ্ছে দলটি। আর ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন পগবাও। তাকে ধরে রাখতে তাই সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানান সুলশার, 'আমি জানি পগবা (ইনজুরি থেকে) ফিরে আসার পর ধীরে ধীরে আরও ভালো হচ্ছে। সে ফুটবলটা উপভোগ করতে শুরু করেছে। দেখা যাক শেষ পর্যন্ত এটা কি হয়।'

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

2h ago