মানিকগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে অভিযান চলে বেলা ১২টা পর্যন্ত।

আাসাদুজ্জামান রুমেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেশি দামে ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে সাহরাইল বাজারের ভাই ভাই ফার্মেসিকে ১০ হাজার টাকা, লক্ষ্মী ফার্মেসিকে সাত হাজার টাকা ও রওশন মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।’

এছাড়া মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, কসমেটিকসসহ অন্যান্য পণ্য বিক্রির অপরাধে ঋষিপাড়ার রাজিব স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রাজধানীর চকবাজার থেকে আনা নকল কসমেটিকস বিভিন্ন বাজারে সরবরাহ করার অভিযোগে অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানির জন্য ডাকা হয়েছে নকল কসমেটিকস সরবরাহকারীকে।

অভিযানে দুধের বিশুদ্ধতা যাচাই, মাছ পরিমাপে ব্যবহৃত কম ওজনের ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয় বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আাসাদুজ্জামান রুমেল।

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago