এখন সেঞ্চুরি করার সময়, বললেন ৬ উইকেট নেওয়া হোল্ডার

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া জেসন হোল্ডার দীর্ঘদিন ধরে লালন করা ইচ্ছা পূরণ করতে চান।
jason holder
ছবি: এএফপি

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া জেসন হোল্ডার দীর্ঘদিন ধরে লালন করা ইচ্ছা পূরণ করতে চান। বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, এবার ব্যাট হাতে সেঞ্চুরি করতে চান তিনি।

বৃহস্পতিবার সাউথ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে ইংলিশদের প্রথম ইনিংস থেমেছে ২০৪ রানে। ২০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন হোল্ডার।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের আগের সেরা বোলিং পারফরম্যান্স ছিল বাংলাদেশের বিপক্ষে। দুই বছর আগে জ্যামাইকার কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে ৫৯ রানে ৬ উইকেট দখল করেছিলেন তিনি। এই নিয়ে সবশেষ দশ টেস্টে ষষ্ঠবারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন এই দীর্ঘদেহী পেসার।

দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের কাছে হোল্ডার বলেছেন, ‘আমি এখন পর্যন্ত ভালো করেছি। তবে এই টেস্টে আমার কাজ এখনও বাকি আছে। ব্যাট হাতেও বড় অবদান রাখতে হবে আমাকে।’

চাওয়ার কেবল অর্ধেক পূরণ হয়েছে জানিয়ে ২৮ বছর তারকা যোগ করেছেন, ‘সবসময়ই আমার মধ্যে যেসব তাড়না কাজ করেছে, সেগুলোর মধ্যে একটি হলো ইংল্যান্ডে সেঞ্চুরি করা ও ইনিংসে পাঁচ উইকেট শিকার করা। আমি একটি বাক্সে টিক দিয়েছি। এখন সময় এসেছে কাজে লেগে যাওয়ার ও সেঞ্চুরি করার।’

এবারের ইংল্যান্ড সফরে আরও একটি স্বপ্ন পূরণের বাসনা ছিল হোল্ডারের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে থাকতে হচ্ছে অপেক্ষায়, ‘আমি সত্যিই লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠাতে চাইছিলাম। আগের সূচিতে সেখানে আমাদের খেলার কথা থাকলেও কোভিডের কারণে তারা ভেন্যু বদল করেছে।’

আলোকস্বল্পতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার নির্দেশক টেস্টের দ্বিতীয় দিনের খেলাও শেষ হয়েছে আগেভাগে। ১ উইকেটে ৫৭ রান তুলে ক্যারিবিয়ানরা পিছিয়ে আছে ১৪৭ রানে।

Comments