ফাইনালের পথে সহজ প্রতিপক্ষ নেইমারের পিএসজির

এখনও শেষ হয়নি শেষ ষোলোর খেলা। কিন্তু এর মধ্যেই হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। তাতে কঠিন পথ পারি দিতে হবে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোকে। অন্যদিকে ফাইনালের পথটা বেশ সহজ প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জন্য। ফাইনালের পথে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আতালান্তা। সেমিতে পৌঁছালে আরবি লাইপজিগ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে খেলবে দলটি।
ছবি: সংগ্রহীত

এখনও শেষ হয়নি শেষ ষোলোর খেলা। কিন্তু এর মধ্যেই হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। তাতে কঠিন পথ পারি দিতে হবে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোকে। অন্যদিকে ফাইনালের পথটা বেশ সহজ প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জন্য। ফাইনালের পথে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আতালান্তা। সেমিতে পৌঁছালে আরবি লাইপজিগ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে খেলবে দলটি।

অন্য প্রান্তে হবে জমজমাট লড়াই। কোয়ার্টার ফাইনালের জন্য অপেক্ষায় থাকা আটটি দল এ প্রান্তে রয়েছে। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে লড়াই হবে জুভেন্টাস ও অলিম্পিক লিঁওর মধ্যকার বিজয়ী দলের। অন্যদিকে বার্সেলোনা ও নাপোলির মধ্যকার বিজয়ী দল মুখোমুখি হবে চেলসি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে। এরপর এ দুই কোয়ার্টার ফাইনাল জয়ী দল মুখোমুখি হবে ফাইনালের লড়াইয়ে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর ১৮ ও ১৯ আগস্ট সেমি-ফাইনাল। ২৩ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর। করোনাভাইরাসের কারণে লম্বা সময় স্থগিত থাকার পর চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের বাকি অংশ পর্তুগালের রাজধানী লিসবনের দুটি স্টেডিয়ামে আয়োজিত হবে আট দলের নতুন আঙ্গিকের ‘মিনি টুর্নামেন্ট’। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো হবে এক লেগের অর্থাৎ থাকছে না কোনো ‘হোম-অ্যাওয়ে’ পদ্ধতি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্ব নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গেল মার্চে স্থগিত করা হয়েছিল ইউরোপের সর্বোচ্চ ক্লাব টুর্নামেন্টের এই ম্যাচগুলো। ফিরতি পর্বে সিটির মাঠে রিয়াল, বায়ার্নের মাঠে চেলসি, জুভেন্টাসের মাঠে লিঁও ও বার্সেলোনার মাঠে নাপোলি খেলতে নামবে। ম্যাচগুলো হবে আগামী ৭ ও ৮ অগাস্ট।

এর আগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। চেলসিকে তাদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। অলিম্পিক লিওঁর মাঠে ১-০ গোলে হেরেছিল ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস। নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছিল লিওনেল মেসির বার্সেলোনা।

তারিখ

ম্যাচ

প্রতিপক্ষ

১২ আগস্ট

প্রথম কোয়ার্টার ফাইনাল

রিয়াল-সিটি ম্যাচের বিজয়ী বনাম লিঁও-জুভেন্টাস ম্যাচের বিজয়ী

১৩ আগস্ট

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

আরবি লাইপজিগ বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ

১৪ আগস্ট

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

নাপোলি-বার্সেলোনা ম্যাচের বিজয়ী বনাম চেলসি-বায়ার্ন মিউনিখ ম্যাচের বিজয়ী

১৫ আগস্ট

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

আতালান্তা বনাম পিএসজি

১৮ আগস্ট

প্রথম সেমি-ফাইনাল

প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনাল

১৯ আগস্ট

দ্বিতীয় সেমি-ফাইনাল

চতুর্থ কোয়ার্টার ফাইনাল বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

২৩ আগস্ট

ফাইনাল

দ্বিতীয় সেমি-ফাইনাল বিজয়ী বনাম প্রথম সেমি-ফাইনাল বিজয়ী

 

Comments