বলিভিয়ার প্রেসিডেন্টসহ ৪ শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত
বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানিন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার এক টুইটে তিনি নিজেই এ কথা জানান।
এ ছাড়াও, বলিভিয়ার ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
টুইটারে ভিডিও বার্তায় আনেজ বলেন, ‘আমার পুরো দল একসঙ্গে বলিভিয়ার মানুষের জন্য সবসময় কাজ করছে। গত সপ্তাহে আমাদের কয়েকজনের করোনা শনাক্ত হলেও আমিও স্বাস্থ্যপরীক্ষা করাই এবং রিপোর্টে পজিটিভ আসে। আমার শারীরিক অবস্থা নতুন করে পরীক্ষা করার আগে আমি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবো।’
তিনি আরও বলেন, ‘আমি সুস্থ বোধ করছি। আইসোলেশনে থেকেই আমি ভার্চুয়ালি কাজ চালিয়ে যাব। আমি সমস্ত বলিভিয়ান যারা আমাদের এই স্বাস্থ্য সঙ্কটে সাহায্য করছেন, কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
সিএনএন জানায়, বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইদি রোকা, মিনিস্টার অব প্রেসিডেন্সি ইয়ারকো নোনেই নেগ্রেট, খনি মন্ত্রী জর্জি ফার্নান্দো ওরোপেজা ও সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল সার্গিও ওরেলানা করোনায় আক্রান্ত হয়েছেন।
He dado positivo a Covid19, estoy bien, trabajaré desde mi aislamiento. Juntos, vamos a salir adelante. pic.twitter.com/oA4YVYlZFa
— Jeanine Añez Chavez (@JeanineAnez) July 9, 2020
Comments