অনলাইনে মিলবে চট্টগ্রামের সব হাসপাতালের তথ্য
চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে কী কী সেবা পাওয়া যাবে সেসব তথ্য নিয়ে চালু হয়েছে অনলাইনভিত্তিক ওয়েব প্ল্যাটফর্ম ‘হাসপাতাল বাতায়ন তথ্য’।
আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দিন।
অসুস্থ মানুষের হাসপাতালে সেবা পেতে ভোগান্তি কমানোর অংশ হিসেবে এ অনলাইন প্ল্যাটফর্মটি চালু হয়েছে বলে দ্যা ডেইলি স্টারকে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘কোন হাসপাতালে কী সেবা পাওয়া যাবে, বা কোন হাসপাতালে কত শয্যা খালি আছে সেটা না জানার কারণে অসুস্থ ব্যক্তির দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এ হাসপাতাল তথ্য বাতায়নে কোন হাসপাতাল শয্যা খালি আছে, চিকিৎসক কারা কারা আছেন সেসব তথ্য পাওয়া যাবে।’
হাসপাতাল তথ্য বাতায়নে দেওয়া হাসপাতালের মোবাইল নাম্বারে যোগাযোগ করে রোগী ভর্তি করানো যাবে বলেও জানান তিনি।
এ ছাড়াও, করোনা পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার সকল তথ্যও এ অনলাইন মাধ্যম থেকে পাওয়া যাবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে www.hospitalfinder.info।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিক মোস্তাফা কামাল উদ্দিন চট্টগ্রাম জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ তথ্য বাতায়ন মানুষকে মহামারির মধ্যে অনেক স্বস্তি দেবে। সঠিক সময়ে সঠিক তথ্য সরবরাহ করে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ বিএমএ নেতৃবৃন্দ।
Comments