করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত, মোট ৮ লাখ ছাড়াল

দিল্লিতে করোনা পরীক্ষার জন্য সুরক্ষা পোশাক পরে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। ৮ জুলাই ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৭ হাজার ১১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে আট লাখ ২০ হাজার ৯১৬ জনে দাঁড়াল।

একই সময়ে মারা গেছেন আরও ৫১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ১২৩ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৭৮ শতাংশ।

আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা সাত লাখ ছাড়ানোর চার দিনের মধ্যেই এটি আট লাখ ছাড়াল। অর্থাৎ প্রতিনিয়ত সেখানে করোনার সংক্রমণ বাড়ছে। অন্যদিকে প্রথম এক লাখে পৌঁছাতে যেখানে সময় লেগেছে ১১০ দিন, সেখানে পরবর্তী ৫২ দিনে আট লাখ ছাড়াল মোট শনাক্তের সংখ্যা। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে তামিল নাড়ু, কর্ণাটক, দিল্লি ও তেলেঙ্গানাতে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে দুই লাখ ৮২ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ সাত হাজার দুইটি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭২২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬০ হাজার ২১৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৭৯ হাজার ৫২৪ জন।

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago