নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
Nepal-1.jpg
নেপালে বন্যা ও ভূমিধস। ছবি: সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তরের ম্যাগদী জেলায় মারা গেছেন নয় জন এবং নিখোঁজ আছেন ৩০ জন। সেখানকার বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জ্ঞান নাথ দাখাল।

তিনি বলেন, ‘উদ্ধারকারী দল দুর্গত অঞ্চলে কেবল পৌঁছানোয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে হেলিকপ্টারে করে ৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

পর্যটন নগরী পোখরার একজন সরকারি কর্মকর্তা জানান, কাসকি জেলায় মারা গেছেন সাত জন। আরও সাত জনের মৃত্যু হয়েছে জাজরকোট জেলায়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠ বলেন, ‘আমরা এখনো নিখোঁজ আট জনকে খুঁজছি।’

Comments