আশুগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা নথিভুক্ত না করার অভিযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।
আজ শনিবার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মো. সালাহ উদ্দিন বলেন, গত ৪ ও ৭ জুলাই আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের তারেক সিকদার ও এসএম মৃদুল সিকদার নামের ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর কথা লেখেন। এ ঘটনায় গত ৬ জুলাই আশুগঞ্জ থানায় অভিযোগ করলেও, গত পাঁচ দিনে ওসি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেননি।
তিনি আরও জানান, থানায় অভিযোগের বিষয়ে জানতে পেরে তারেক ও মৃদুল তাকে হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়রি (জিডি) করলেও পুলিশ নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
এ প্রসঙ্গে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘ফেসবুকে পোস্ট ও হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করতে আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন। সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Comments