মায়ের কবরে শায়িত সাহারা খাতুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাকে তার মায়ের কবরে শায়িত করা হয়।
sahara khatun
সাহারা খাতুন। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাকে তার মায়ের কবরে শায়িত করা হয়।

এর আগে, সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম জানাজা সকাল ১০টায় আগারগাঁও এলাকায় তার বাসভবনের কাছে বায়তুল শরফ জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা শারীরিক দূরত্ব বজায় রেখে দ্বিতীয় জানাজায় অংশ নেন।

শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক বিশেষ ফ্লাইটে সাহারা খাতুনের লাশ ব্যাংকক থেকে দেশে আনা হয়। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জ্বর ও বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে গত ২ জুন সাহারা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তিনি ঢাকা-১৮ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন: 

বনানী কবরস্থানে সাহারা খাতুনের দাফন আজ 

সাহারা খাতুন মারা গেছেন

Comments

The Daily Star  | English

Corruption, zero-sum politics and democratic decline

Governments that score low in corruption indexes are more prone to use force and violence to control and suppress dissensions and protests.

3h ago