৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত
করোনা পরীক্ষার সরকারি অনুমোদন পাওয়ার পরেও পরীক্ষা শুরু করতে না পারার দায়ে পাঁচ প্রতিষ্ঠানের অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ওই পাঁচ প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের পরেও পরীক্ষা শুরু করতে ব্যর্থ হওয়ায় অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো। পুরনায় অনুমোদন নিতে হলে নতুন করে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্টরা সরেজমিনে দেখে পুনঅনুমোদনের সিদ্ধান্ত নেবে।
ওই পাঁচ প্রতিষ্ঠান হলো- কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, শাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, স্টিমজ হেলথকেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, ইপিক হেলথকেয়ার।
Comments