করোনা আপডেট: ফরিদপুর, সাতক্ষীরা, ফেনী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় নতুন করে ৪৪ জন ও ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ রোববার দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এসব তথ্য জানান।
ফরিদপুরে আরও ১২৯ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, ফরিদপুর জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৫১ জন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদপুরে নতুন করে যে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ৮৬ জন, মধুখালীতে ২০ জন, ভাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে পাঁচ জন, চরভদ্রাসনে তিন জন, নগরকান্দা ও আলফাডাঙ্গায় দুই জন করে এবং সালথায় একজন আছেন। এর মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ৯৯ জন।
সাতক্ষীরায় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত
স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ সাতক্ষীরা জেলায় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে সাতক্ষীরায় ৩৮৫ জন করোনায় আক্রান্ত হলো। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ছয় জন।
আজ সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, আজ জেলায় নতুন করে আরও ৪৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এটাই জেলায় এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জে ২০ জন, দেবহাটায় তিন জন, আশাশুনিতে দুই জন, তালায় একজন, শ্যামনগরে চারজন ও কলারোয়ায় তিন জন।
ফেনীতে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে
ফেনীতে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়ায় ১৪ জনসহ জেলায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ২১ জন। সুস্থ হয়েছেন ৬৭৬ জন।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা।
নতুন শনাক্ত হওয়ায় ১৪ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় আট জন, পরশুরামে তিন জন, ছাগলনাইয়ায় দুই জন এবং ফুলগাজী উপজেলায় একজন।
Comments