কক্সবাজার সৈকতে বর্জ্যের জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
কক্সবাজার সৈকতের বর্জ্যের উৎস খুঁজে বের করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থামাতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে নাগরিক অধিকারভিত্তিক সংগঠন ‘জনগণের চট্টগ্রাম’।
আজ সোমবার সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বর্জ্যের উৎস খুঁজে বের করার পাশাপাশি বাংলাদেশের সমুদ্র অঞ্চলে বিদেশি জাহাজগুলোকে নজরদারির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
‘জনগণের চট্টগ্রাম’র আহবায়ক অধ্যাপক আমীর উদ্দিন ও সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
এ সব বর্জ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশ বিশাল সমুদ্র অঞ্চল জয় করলেও বিদেশি জাহাজগুলোর তৎপরতা নিয়ে নজরদারির ঘাটতি রয়েছে।’
‘জাহাজগুলো এসব বর্জ্য সহজেই দেশের সমুদ্রসীমার মধ্যে ফেলার সুযোগ নেয়। এসব বন্ধে সরকারকে আরও সক্রিয় হতে হবে। পর্যটনের অমিত সম্ভাবনার কক্সবাজারকে এভাবে বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ড হওয়া থেকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়াও, কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই অঞ্চলের উপকূল থেকে নিয়মিত পানি, বাতাস ও মাটির নমুনা পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন তারা।
Comments