লালমনিরহাটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার পানিতে পড়ে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান ।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা আনোয়ার হোসেন ভোরে মাছ ধরতে বেরিয়ে যায়। শিশুটি তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই শিশুটি বিছানা থেকে পড়ে গেলে, ঘরের ভেতর ঢুকে পরা তিস্তার পানিতে ডুবে যায়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
Comments