রাষ্ট্রীয় মর্যাদায় নুরুল ইসলাম বাবুলের দাফন

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
বেলা আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয় বলে যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম জানিয়েছেন।
তিনি জানান, যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে জোহর নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে নুরুল ইসলামের জানাজা হয়। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করে।নুরুল ইসলাম বাবুল গতকাল সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ১৪ জুন জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নুরুল ইসলাম বাবুল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
Comments