সড়ক ধস: ৩ ঠিকাদারের ১৭ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের পাশে অবৈধভাবে বালু রেখে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত করার দায়ে তিন ঠিকাদারকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ক্ষতিগ্রস্ত অংশ। ছবি: মাসুক হৃদয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের পাশে অবৈধভাবে বালু রেখে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত করার দায়ে তিন ঠিকাদারকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত তিন ঠিকাদার হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ সোহাগ, ব্যবসায়ী হাসান খলিফা ও শানু খলিফা।

ইউএনও জানান, অভিযুক্তদের আটক করে পুলিশে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর তাদের ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে রাজি হওয়ার পর, মুচলেকা দিয়ে তারা মুক্ত হন।

জরিমানার টাকা দিয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির মেরামত করবেন বলে জানান ইউএনও।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার আবু নাহিদ সোহাগ বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা করতে তাদের ডেকে নেন ইউএনও। তারা চেয়েছিলেন সড়কটি মেরামত করে দিতে। ধারণা ছিল চার-পাঁচ লাখ টাকার মতো লাগবে। কিন্তু, সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে ১৭ লাখ টাকার একটি বাজেট তৈরি করে এবং ওই টাকা আমাদের দিতে হবে জানায়।’

তিনি অভিযোগ করেন, শুধু বালু রাখার জন্য নয়, সঠিকভাবে সড়ক নির্মাণ না করা ও বৃষ্টির পানির কারণে সড়কের একপাশ ধসে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, তিতাস রেলসেতুর পূর্ব পাশে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও ঢাকা-সিলেট বাইপাস রেলপথ সংলগ্ন তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উঠিয়ে সড়কের পাশে রেলওয়ের জায়গায় রেখেছিলেন এই তিন ঠিকাদার। কিন্তু, নদী থেকে তোলা বালুর সঙ্গে আসা পানি নিচের দিকে নেমে যাওয়ায় এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে সড়কটির এক পাশ ধসে যায়।

Comments