শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুরে চার বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ১২ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি তার বাড়ির বাইরে খেলছিল। এসময় খেলার কথা বলে তাকে গোয়ালঘরে নিয়ে যায় ওই কিশোর। এক পর্যায়ে চিৎকার শুনে শিশুটির পরিবারের সদস্যরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির বাবার মামলার পর বিকেলে ওই কিশোরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
Comments