আজই শিরোপা উল্লাস করবে রিয়াল!

আর মাত্র ২ পয়েন্ট চাই। তবেই দুই মৌসুম পর আবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এমন সমীকরণ সামনে রেখে আজ বৃহস্পতিবার রাত ১টায় ঘরের মাঠে ভিয়ারিয়ালকে আতিথ্য দেবে দলটি। বর্তমান সময়ে যে গতিতে ছুটছে রিয়াল তাতে এ ম্যাচ জয় কঠিন কিছু নয় তাদের জন্য। আর এমনটা হলে রাতেই ভালদেবেবাসে শিরোপা উল্লাসে মাতবে জিনেদিন জিদানের দল।
ফাইল ছবি: এএফপি

আর মাত্র ২ পয়েন্ট চাই। তবেই দুই মৌসুম পর আবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এমন সমীকরণ সামনে রেখে আজ বৃহস্পতিবার রাত ১টায় ঘরের মাঠে ভিয়ারিয়ালকে আতিথ্য দেবে দলটি। বর্তমান সময়ে যে গতিতে ছুটছে রিয়াল তাতে এ ম্যাচ জয় কঠিন কিছু নয় তাদের জন্য। আর এমনটা হলে রাতেই ভালদেবেবাসে শিরোপা উল্লাসে মাতবে জিনেদিন জিদানের দল।

গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে রিয়াল। বড় কোনো অঘটন না হলে শিরোপা ধরে রাখার কোনো সম্ভাবনাই নেই কাতালানদের। যদিও একই রাতে একই সময়ে ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু সে ম্যাচ জিতলেও হয়তো মাথা নিচু করেই মাঠ ছাড়তে হবে লিওনেল মেসিদের। কারণ ততোক্ষণে হয়তো ভালদেবেবাসে উৎসব শুরু হয়ে যাবে।

এদিকে শিরোপা অনেকটা নিশ্চিত জেনেই সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে সমর্থকদের ঘরের থাকার আহ্বান জানিয়েছে রিয়াল। কারণ গত মাসে লিগ জেতার পর নিষেধাজ্ঞা অমান্য করে অ্যানফিল্ডের বাইরে উৎসব করেছিল লিভারপুল সমর্থকরা। যদিও তাদের শিরোপা জয়টি ছিল ৩০ বছর পর। এমনটা নয় রিয়ালের জন্যও। তবে দুই মৌসুম পর ফের শিরোপা জয়ের আনন্দটা বাড়িয়ে নিতে মাদ্রিদের প্রাণকেন্দ্রে সিবেলেস চত্বরে জমায়েত হতেই পারেন তারা।

অথচ চলতি মৌসুমের শুরুটা ভালো ছিল না রিয়ালের। ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে রীতিমতো উড়েই যায় দলটি। তাছাড়া শুরু থেকেই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে। ধীরে ধীরে নিজেদের গোছাতে থাকে তারা। স্প্যানিশ সুপার কাপ জয়ের পর মার্চে এল ক্লাসিকোতে জিতে হেড টু হেডে বার্সার চেয়ে এগিয়ে যায় রিয়াল। যদিও পরের ম্যাচেই রিয়াল বেটিসের কাছে হেরে ধাক্কা খায়। এরপর করোনাভাইরাসের কারণে লম্বা বিরতি।

বিরতি শেষে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে লিগটা দারুণ শুরু করেছিল বার্সেলোনা। কয়েক দফা পা হড়কালেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বিরতির আগে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলটি সে ছন্দ ধরে রাখতে পারেনি তারা। পরের চার ম্যাচের ব্যবধানে তিনটি ম্যাচে পয়েন্ট খুইয়ে উল্টো রিয়ালের চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।

অন্যদিকে বিরতি যেন রিয়ালের জন্য আশীর্বাদ বয়ে আনে। হ্যাজার্ড-আসেনসিওর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফিরে আসেন ইনজুরি থেকে। তাতে দলটি ছুটতে থাকে নতুন উদ্যমে। টানা সব ম্যাচেই জয় পেয়েছে তারা। যদিও বিতর্ক উঠেছে অনেক জয় নিয়েই। কিন্তু তাতে কি যায় আসে তাদের? নিজেদের রেকর্ড সমৃদ্ধ করে ৩৪তম লিগ শিরোপা জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

4h ago