তিতাস নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে, বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টায় সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পানি বাড়ার কারণে আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি ব্রাহ্মণবাড়িয়া শহর রক্ষা বাঁধ ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকলে বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পর্যবেক্ষণ করছে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বলেন, ‘তিতাস নদীর পানি বেড়ে যাওয়ায় হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। টানা বৃষ্টির কারণে হাওরের ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’
Comments