কবীর সুমন প্রশংসা করলেন আসিফের

sumon_and_asif
কবীর সুমন ও আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমন। তার কথা ও সুরে প্রথমবারের মতো দুটি গান গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আসিফ গত ১৩ জুলাই ‘এখনও সেই আসিফ আমি’ ও ১৫ জুলাই ‘আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে’ শিরোনামের দুইটি গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। ভক্তরা অপেক্ষা করছেন আসিফ আকবরের  গাওয়া গান দুটি শোনার জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে কবীর সুমন লিখেছেন, ‘আসিফ আকবর আমার লেখা সুর করা যে দুটি গান ইতোমধ্যে রেকর্ড করেছেন সে দুটির রাফ ভয়েস মিক্স পাঠিয়েছেন। ফাইনাল নয়, রাফ মিক্স। শুনে খুব ভাল লাগল। সঙ্গে যে যন্ত্রাণুষঙ্গ তাও খুবই ভালো। খুবই ভালো। এরকম গান উনি আগে গেয়েছেন বলে মনে হয় না।’

‘তোমাকে চাই’-খ্যাত এই শিল্পী আরও লিখেছেন, ‘আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে- কী বলব। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। জনাব আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।’

‘তার সম্পর্কে কে কী বলে আমি ভাবি না। আমার সম্পর্কেও দুই বাংলায় বিপুল সংখ্যক লোক নিপাট খিস্তি না করে ভাত খেতে বসেন না। খোদা তাদের মঙ্গল করুন।’

কবীর সুমনের এই স্ট্যাটাস নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে আসিফ আকবর কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন দাদা। আপনার কথা ও সুরের যাদু আমার সংগীত ক্যারিয়ারে নতুন পালক সংযোজন করেছে।’

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

26m ago