ইংলিশ লিগে অক্টোবরেই মাঠে ফিরতে পারবেন সমর্থকরা!

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝে তিন মাসেরও বেশি সময় ধরে স্থগিত হয়ে পড়েছিল পুরো ফুটবল বিশ্ব। এরপর ফুটবল মাঠে গড়ালেও এখন পর্যন্ত মাঠে সমর্থকদের যাওয়ার অনুমতি মিলেনি। অন্যসব লিগগুলোর মতো ইংলিশ লিগেও একই অবস্থা। তবে খুব শিগগিরই হয়তো এ লিগের সমর্থকরা মাঠে উপস্থিত থাকতে পারবেন। এমন ইঙ্গিতই দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইতালি ও স্পেনের পর ইউরোপে ইংল্যান্ডেই সবচেয়ে ভয়ানক হয়ে উঠেছিল করোনাভাইরাস। যদিও সম্প্রতি এর প্রাদুর্ভাব অনেকটাই কমেছে। তাই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করতে খুলে দেওয়া হয়েছে লকডাউন। যদিও এখনও বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। যার মধ্যে একটি জন সমাগমে যোগ দিতে না দেওয়া। তবে আগামী অক্টোবরের মধ্যেই স্টেডিয়ামে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে দেশটি।
তবে আগামী মাস থেকেই প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্টের অংশ হিসেবে ইনডোরে জন সমাবেশ শুরু করতে যাচ্ছে তারা। শুক্রবার সকালে লকডাউনের পরবর্তী পরিস্থিতি কি হবে তা জানাতে গিয়ে জনসন বলেছেন, 'পাইলট প্রজেক্টের সফলতার ধাপ হিসেবে ১ আগস্ট থেকে আমরা ইনডোর পারফরম্যান্স পুনরায় শুরু করব। পরে এটাকে আরও বিস্তৃত করব যেমন শরৎকালে খেলাধুলার স্টেডিয়ামের মতো জায়গাগুলোতে বৃহত্তর সমাবেশ পরিচালনা করব।'
তবে নতুন মৌসুম শুরুর দিকে প্রথম কয়েক মাস আগের মতো বন্ধ দরজায় দর্শক শূন্য মাঠেই হবে ফুটবল। অক্টোবর থেকে ফের মাঠে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। জনসনের বলেন, 'অক্টোবর থেকে আমরা স্টেডিয়ামে দর্শকদের ফিরিয়ে আনতে চাই। আবার, এই পরিবর্তনগুলো অবশ্যই কোভিড-নিরাপদ উপায়ে করা উচিত, পাইলট প্রজেক্টের সফল ফলাফলের সাপেক্ষে।'
উল্লেখ্য, এ মাসেই শেষ হচ্ছে চলতি মৌসুমের লিগ। ইতোমধ্যেই এ শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। আগামী সেপ্টেম্বরে নতুন মৌসুমের লিগ শুরু করতে চাইছে ইংলিশ ফুটবল ফেডারেশন। তবে সমর্থকদের জন্য হয়তো আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাদের।
Comments