ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী বহিষ্কার
ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আবিদা সুলতানা লাকীকে (৪৬) পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে সংগঠনের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে এ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
একটি টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক পরিচয় দিয়ে সাজ্জাদ হোসেন ওরফে মিলন (৩৩) এক তরুণীকে মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব দেন। পঞ্চগড়ে আসার পরে আবিদা সুলতানা লাকীর বাড়িতে সাজ্জাদ ও তার সহযোগীরা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ ইতোমধ্যে আবিদা সুলতানা লাকী ও পৌর এলাকার ঝিনুকপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই তরুণী পাবনা জেলার বাসিন্দা। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় থাকতেন এবং শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করতেন। পাঁচ বছর আগে ঢাকায় মিলনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়েছিল।’
আরও পড়ুন:
মিউজিক ভিডিওতে অভিনয়ের কথা বলে পঞ্চগড়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
Comments