করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. আবুল হোসেনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আবুল হোসেন খান চৌধুরী। গত ১৮ দিন যাবৎ তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।
Comments