করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরী ওরফে নিছার চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। আজ শনিবার দুপুরে তার বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তানভীর চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
তানভীর বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মা ও মেজ বোন একই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার তার মা ও এর আগের দিন মেজ বোন করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। তার ছোট ভাই এজাজ চৌধুরী হোম কোয়ারেন্টিনে ছিলেন।’
‘আফজাল হোসেন চৌধুরী উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে’— বলেন তানভীর।
আফজাল হোসেন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
Comments