ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে সেনা সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
আজ শনিবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ভান্ডারা এলাকার কুলিক নদী থেকে বেলাল পারভেজের (২২) মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি উপজেলার দক্ষিণ বাঁশবাড়ী ভান্ডারা গ্রামের মোস্তফা কামালের ছেলে এবং ১৪৭, ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি সাভার সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আব্দুল মান্নান বলেন, ‘এক সপ্তাহ আগে বেলাল পারভেজ এক মাসের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। আজ দুপুর ১টার দিকে এলাকার পাঁচ জন বন্ধুকে নিয়ে বাড়ির পাশেই কুলিক নদীতে তিনি গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানির তোড়ে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হয়ে স্থানীয়দের সাহায্য চায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলালের মরদেহ উদ্ধার করে।’
Comments