কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামের উলিপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের সাত বছরের বায়েজিদ ইসলাম ও থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের দুই বছরের শিশু মুন্নি খাতুন।
পুলিশ জানায়, আজ দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোন্তাজুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম বাড়িতে ওঠা বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে মুন্নি খাতুন নামের দুই বছর বয়সী শিশুটি পানিতে ডুবে মারা যায়।
পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।
Comments