খেলা

সেপ্টেম্বর-নভেম্বরে আরব আমিরাতে আইপিএল!

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে। ভারতীয় ক্রিকেট বোর্ড সেজন্য একটি সম্ভাব্য সময়ও ঠিক করেছে বলে খবর দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
Kane Williamson-IPL
ফাইল ছবি: এএফপি

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে। ভারতীয় ক্রিকেট বোর্ড সেজন্য একটি সম্ভাব্য সময়ও ঠিক করেছে বলে খবর দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফো জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে আইপিএলের একটি সম্ভাব্য ছক কষেছে ভারতীয় বোর্ড।

কিন্তু আইপিএলের চূড়ান্ত ঘোষণা আটকে আছে বিশ্বকাপ স্থগিতের অপেক্ষায়। অক্টোবর-নভেম্বর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো স্থগিত করেনি আইসিসি। তবে বিশ্বকাপ যে এবার আর হচ্ছে না, তার আভাস মিলেছে বিভিন্নভাবেই।

আইসিসি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করার পরই তাই আইপিএলের টাইমফ্রেম জানিয়ে দেবে বিসিসিআই।

গত শুক্রবার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সভায় বসেছিল বিসিসিআইর অ্যাপেক্স কাউন্সিল। সেখানে পুরো আইপিএল আরব আমিরাতে করার ব্যাপারে আলোচনা হয়। বিসিসিআই অবশ্য ভারতেই আইপিএল করার চিন্তা করেছিল। কিন্তু ভারতে করোনাভাইরাস পরিস্থিতি চরম অবনতি হতে থাকায় সেই চিন্তা আর এগুচ্ছে না।

গত এপ্রিলে ইমিরাটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছিল। ইসিবির সচিব মোবাসসির উসমানি জানিয়েছে, দুবাই, আবুধাবিতে আইপিএল আয়োজন করতে সব রকমের সহযোগিতা নিয়ে তারা অপেক্ষায়, ‘আইপিএল হতে পুরো সহযোগিতা নিয়ে আমরা তৈরি আছি। সরকারের অনুমতি থেকে শুরু করে সব রকমের সহযোগিতা আমরা করব। আমরা বিসিসিআইর লিখিত ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি।’

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

1h ago