সাহেদকে নিয়ে অভিযান, গাড়ি-পিস্তল উদ্ধার
করোনা পরীক্ষার সার্টিফিকেট জালিয়াতি মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদকে নিয়ে অভিযান করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ডিএমপি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, গতকাল রাত সোয়া ১১টায় উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরে সোনারগাঁও জনপদ রোডের ডিজাইনটেক্স সুয়েটার্স লিমিটেডের সামনে সাহেদকে নিয়ে অভিযান করে ডিবি উত্তরা জোনাল টিম।
গোয়েন্দা শাখার উত্তরা জোনের এডিসি বদরুজ্জামান জিল্লু আজ রোববার ডেইলি স্টারকে বলেন, ‘সাহেদের দেখানো মতে অভিযানকৃত স্থান থেকে একটি x-TRAIL NISSAN সাদা রংয়ের গাড়ি পাওয়া যায়।’
‘সে সময় গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের পেছনের সিটের নিচ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, পাঁচ বোতল বিদেশি মদ ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়,’ যোগ করেন তিনি।
এ ঘটনায় সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি পৃথক মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।
Comments