একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু
একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৯ আগস্ট। অনলাইনে এ ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আজ রোববার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু . জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একাদশ শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হবে। অনলাইনে তিন ধাপে পুরো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।’
মু . জিয়াউল হক আরও বলেন, ‘পুরো প্রক্রিয়াটি যেহেতু অনলাইনে হবে, সেহেতু এতে করোনাভাইরাস মহামারির কোনো প্রভাব পড়বে না। তারপরও আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানাই।’
গত ৩১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী।
Comments