চীনা করোনা টিকার বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেল আইসিডিডিআর’বি

icddrb.jpg
আইসিডিডিআর’বি। ছবি: স্টার ফাইল ফটো

চীনা কোম্পানির তৈরি করা কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল পরিচালনার জন্য আজ রোববার আইসিডিডিআর’বিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার (বিএমআরসি)।

বিএমআরসির পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান বলেন, ‘চীনা প্রতিষ্ঠান সিনোভাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্ভাবিত কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদনের বিষয়টি দুই-তিনদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

তিনি বলেন, ‘প্রায় এক মাস আগে, আইসিডিডিআর’বি কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করার অনুমতি চেয়ে বিএমআরসির কাছে আবেদন করেছিল। সে আবেদনের প্রেক্ষিতে আজই অনুমোদন দেওয়া হয়েছে।’

‘আমরা তাদের করা আবেদনটি পর্যালোচনা করেছি,’ যোগ করেন তিনি।

তবে, এ অনুমোদনই শেষ কথা নয়, আইসিডিডিআর’বি-কে আরও কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমতি নিতে হবে।

কোভিড-১৯ মহামারিতে আইসিডিডিআর’বির প্রতিক্রিয়া

বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার দিকে বিশেষ খেয়াল রাখার সঙ্গে সঙ্গে গত ডিসেম্বর থেকে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে আইসিডিডিআর’বি।

কোভিড-১৯ এর জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির (এনটিএসি) অংশ হয়ে আইসিডিডিআর’বি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নতকরণ এবং টিকা গবেষণার বিষয়ে সরকারকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে।

মহামারির সময়ে ২০২০ সালের এপ্রিল মাসে এনটিএসি গঠিত হয়।

এর আগে, ১৭ জুন আইসিডিডিআর’বি অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন বা ইভারমেকটিনের সংমিশ্রণে অ্যান্টি-প্যারাসিটিক ওষুধ আইভারমেকটিনের সুরক্ষা ও কার্যকারিতা মূল্যায়নের জন্য র‌্যান্ডমাইজ, ডাবল-ব্লাইন্ড, প্লেসিবো-নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়াল শুরু করে।

পরে ২৬ জুন বিশ্বব্যাপী স্বীকৃত ঢাকার মহাখালীর আইসিডিডিআর’বি ডায়াগনস্টিক সেন্টার, কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে রোগীদের সার্স-কোভ-২ পরীক্ষা করে।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

7h ago