রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি জিতলেন মেসি

আগের রাউন্ডেই ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই শেষ রাউন্ডের ম্যাচ দুই দলের জন্যই আনুষ্ঠানিকতার। তার মধ্যেও একটি লড়াই ছিল বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল ফরোয়ার্ড করিম বেনজেমার মধ্যেই। কে জিতবেন এবারের পিচিচি ট্রফি? যদিও এগিয়ে ছিলেন মেসিই। শেষ পর্যন্ত তিনিই জিতলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার এ পুরষ্কার।
ছবি: এএফপি

আগের রাউন্ডেই ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই শেষ রাউন্ডের ম্যাচ দুই দলের জন্যই আনুষ্ঠানিকতার। তার মধ্যেও একটি লড়াই ছিল বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল ফরোয়ার্ড করিম বেনজেমার মধ্যেই। কে জিতবেন এবারের পিচিচি ট্রফি? যদিও এগিয়ে ছিলেন মেসিই। শেষ পর্যন্ত তিনিই জিতলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার এ পুরষ্কার।

এ নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জিতে নিলেন মেসি। এর আগে গত মৌসুমে কিংবদন্তী তেলমো জারার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন বার্সা অধিনায়ক। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন জারা। চলতি মৌসুমে ২৫ গোল করেই সপ্তমবারের এ শিরোপা স্বাদ নিয়ে জারাকে পেছনে ফেলেন তিনি। ১২ বছর পর লা লিগায় ৩০ গোলের কম দিয়ে কোনো খেলোয়াড় পিচিচি জয়ের স্বাদ পেলো। আর মেসিও প্রথম ৩০ গোলের কম দিয়ে এ শিরোপা জিতলেন। এর আগের ছয়বারই জিতেছেন ৩০ গোলের বেশি করে।

আগের দিন আলাভেসের বিপক্ষে জোড়া গোল পান মেসি। তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় তার গোল্ডেন বুট। যদিও অপেক্ষা ছিল লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের। কারণ মেসির সঙ্গে পিচিচি জয়ের দৌড়ে ছিলেন বেনজেমা। শেষদিন পর্যন্ত দুইজনের গোল ব্যবধান ছিল দুই। জোড়া গোলে আরও দুই ব্যবধান বাড়ান মেসি। তাই মেসিকে টপকাতে ৫টি গোল করতে হতো বেনজেমাকে। ৪টি গোলে ছুঁতে পারতেন। তবে এদিন গোলই পাননি এ ফরাসি।

জারার রেকর্ড ভাঙলেও আরও একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি। এবার টানা চতুর্থবারের মতো পিচিচি জিতেছেন মেসি। লা লিগার ইতিহাসে তিনি তৃতীয়। এর আগে ১৯৫৫-৫৬ মৌসুম ১৯৫৮-৫৯ পর্যন্ত টানা চার আসরে জিতে প্রথম কীর্তিটি গড়েন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো। পরে ১৯৮৪-৮৫ মৌসুম থেকে টানা চার আসরে জিতে এই রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর সাবেক স্ট্রাইকার হুগো সানচেজ। ১৯৮৪-৮৫ মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে জেতার পর পরের তিন মৌসুমে জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে। আগামী মৌসুমে সুযোগ থাকছে এ রেকর্ড নিজের করে নেওয়ার।

Comments