খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ডিবির দাবি, রাজিব মাদক চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিবির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাদক চোরাকারবারের জন্য কয়েকজন চোরাকারবারি নাগদারপাড় এলাকায় জড় হচ্ছেন— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশ। ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

9m ago