স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) একটি প্রতিনিধি দল আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেছে।
বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার নেতৃত্বে ছয় জন গিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার মতো কথা বলেছি।’
গতকাল গুলশানের বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান পরিচালনার একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিপিএমসিএ’র প্রতিনিধিরা।
সেসময় করোনার ভুয়া রিপোর্ট তৈরি, অনুমতি ছাড়াই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতসহ তিন জনকে আটক করে র্যাব।
Comments