রোনালদোর জোড়া গোল, জয়ে ফিরে শিরোপার পথে জুভেন্টাস
ইতালিয়ান সিরি আতে টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের মুখ দেখল জুভেন্টাস। জোড়া গোল করে তুরিনের বুড়িদের শিবিরে স্বস্তি ফেরালেন ক্রিস্তিয়ানো রোনালদো। পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করে টানা নবম লিগ শিরোপার পথে অনেকখানি এগিয়ে গেল দলটি।
সোমবার রাতে ঘরের মাঠে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভরা। তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। স্পট-কিক থেকে দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা রোনালদো। শেষদিকে এক গোল শোধ করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন চিরো ইম্মোবিলে। তবে লিড ধরে রেখে শেষ হাসি হেসে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে প্রাধান্য ছিল মাউরিজিও সারির দলের। প্রতিপক্ষের গোলমুখে মোট ১৯টি শট নেয় তারা, যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, লাৎসিওর মাত্র তিনটি শট ছিল লক্ষ্যে।
দশম মিনিটে মাথাইস ডি লিটের ভলিতে অ্যালেক্স সান্দ্রোর হেড পোস্টে বাধা পেলে এগিয়ে যাওয়া হয়নি জুভদের। ভাগ্য সহায়তা করেনি অতিথিদেরকেও। বিরতির কিছুক্ষণ আগে ইম্মোবিলের ২৫ গজ দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনিকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় জুভেন্টাস। রোনালদোর শট ডি-বক্সের লাইন বরাবর বাস্তোসের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে স্পট-কিকের বাঁশি বাজান রেফারি। নিজেই ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে সিরি আতে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড।
তিন মিনিট পর পাওলো দিবালা বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে ডি-বক্সের ভেতরে পাস দেন অরক্ষিত রোনালদো। ফাঁকা জালে বল পাঠিয়ে চলতি লিগে নিজের ৩০তম গোলটি করেন তিনি।
৮৩তম মিনিটে ইম্মোবিলের সফল স্পট-কিকে ব্যবধান কমায় লাৎসিও। ডি-বক্সের ভেতরে লিওনার্দো বোনুচ্চি তাকে ফাউল করায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। রোনালদোর সমান ৩০ গোল হলেও অ্যাসিস্ট বেশি করায় সিরি আর এবারের মৌসুমের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন ইতালিয়ান স্ট্রাইকার।
আসরের চার ম্যাচ বাকি থাকতে আট পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে জুভেন্টাস। ৩৪ ম্যাচে তাদের অর্জন ৮০ পয়েন্ট। দুইয়ে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৭২ পয়েন্ট। ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে আতালান্তা। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারা লাৎসিও ৬৯ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
Comments