ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশিদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে
ভারতের আসামের করিমগঞ্জ জেলায় গণপিটুতে নিহত তিন বাংলাদেশির মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুই জনই পেশায় অটোরকিশাচালক। গতকাল সোমবার রাতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, ‘আমার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. নুনু মিয়া (২৮) ও আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭) ভারতে গণপিটুনিতে মারা গেছে।’
জুয়েল মিয়ার বড় ভাই রুবেল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, গত শুক্রবার এক ব্যক্তি তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সোমবার সকালে তারা জানতে পারেন নুনু মিয়া ও জুয়েল আহমদ ভারতে গিয়ে খুন হয়েছেন। তারা কী কারণে ভারতে গিয়েছিলেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।
গত শনিবার রাতে করিমগঞ্জের পাথরকান্দির বগরিজান চা বাগান এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।
Comments