টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন চালক। আহত হয়েছেন চালকের সহকারী।
আজ মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালক মো. আক্তার হোসেনের (৪০)বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শহরতলা গ্রামে।
টাঙ্গাইল দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা থেকে গম বোঝাই ট্রাকটি বগুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বন্যার পানি ভর্তি খাদে পড়ে যায়।’
‘এর চালক গাড়ির ভেতরেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়,’ উল্লেখ করে তিনি বলেন, ‘সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালকের সহকারী একই এলাকার মো. আসাদুলকে (৫০) আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।’
পরে ট্রাকচালকের লাশ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
Comments