সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে, ২০ যাত্রী নিখোঁজ

Accident_Sunamganj.jpg
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানায়, এখন পর্যন্ত সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার স্টেশনের দুটি উদ্ধার কাজ পরিচালনা করছে। স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন আরও ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন।

Comments