সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে, ২০ যাত্রী নিখোঁজ

সুনামগঞ্জের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানায়, এখন পর্যন্ত সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার স্টেশনের দুটি উদ্ধার কাজ পরিচালনা করছে। স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন আরও ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন।
Comments