ইংল্যান্ড সফরের দলে ফেরানো হলো আমিরকে
সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে শুরুতে ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানো মোহাম্মদ আমিরকে দলে ডেকেছে পাকিস্তান। দুবার করোনাভাইরাস পরীক্ষা দিয়ে ফল নেগেটিভ এলে তবেই যুক্তরাজ্যগামী বিমানে চড়তে পারবেন তিনি।
সোমবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৮ বছর বয়সী বাঁহাতি তারকা পেসারকে দলে যুক্ত করার কথা নিশ্চিত করেছে। মূলত ডানহাতি ফাস্ট বোলার হারিস রউফের পরিবর্তে তাকে ফেরানো হয়েছে।
ম্যানচেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আগামী ২৮ অগাস্ট থেকে। গেল বছর জুলাইতে আকস্মিকভাবে টেস্টকে বিদায় বলা আমিরের ওই সিরিজে মাঠে নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
পিসিবি আরও জানিয়েছে, সোমবারই প্রথম দফা করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে আমিরের। ফল নেগেটিভ এলে তাকে রাখা হবে লাহোরে জৈব-সুরক্ষিত পরিবেশে। সেখানে আগামীকাল বুধবার দ্বিতীয় দফা পরীক্ষা দেবেন তিনি। তাতেও ফল যদি নেগেটিভ আসে, তাহলে ইংল্যান্ড সফরের ছাড়পত্র দেওয়া হবে তাকে। সেক্ষেত্রে চলতি সপ্তাহের শেষে দেশ ছাড়তে পারেন তিনি।
আমিরের দ্বিতীয় সন্তান জন্মের সম্ভাব্য তারিখ ছিল আগামী অগাস্টে। তবে গেল ১৭ জুলাই বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। এরপরই তাকে দলে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক।
উল্লেখ্য, ২৬ বছর বয়সী রউফ এখন আছেন ১০ দিনের কোয়ারেন্টিনে। গেল এক মাসে ছয়বার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে তার, যার মধ্যে পাঁচবারই ফল পজিটিভ এসেছে।
Comments